রবিবার, ২৭ Jul ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
টেকনাফে জামায়াতের পৌর সভাপতি রবিউল আলমের এর সভাপতিত্বে পর্যালোচনা বৈঠক সম্পন্ন; শৃঙ্খলা পরিপন্থী ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো শিক্ষাক্যাডার অধ্যক্ষ বহাল তবিয়তে; পিরোজপুর নেছারাবাদে শামীম সাঈদীর জনসংযোগ; মুক্তিযুদ্ধে ‘ওহিদুর বাহিনীর’ অধিনায়ক ওহিদুর রহমান আর নেই ; টেকনাফে জুলাই পুনজাগরণে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত; টেকনাফে বসুন্ধরা গ্রুপের অঙ্গ সংগঠন শুভ সংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ; কাউখালীতে জুলাই পূনর্জাগরণের শপথ পাঠ ও আলোচনা অনুষ্ঠিান; মঠবাড়ীয়ায় জুলাই পূনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত; যৌথ বাহিনী পরিচালিত অভিযানে একটি অ’বৈধ অ’স্ত্র’ সহ মাহবুব আলম (৫০) নামে একজন আটক; টেকনাফের ইউএনও এর প্রশংসনীয় উদ্যোগ রিডিজাইন হবে শাপলা চত্বর ও জিরো পয়েন্ট; মরিচ্যা বিজিবি চেকপোস্টে টেকনাফ হ্নীলা রঙ্গিখালীর তিন নারী১ লাখ ১৪ হাজার পিস ইয়াবা সহ আটক; নওগাঁর পত্নীতলাতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে; নওগাঁতে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা এখন ; আত্রাই নদীতে চায়নাজালে মাছ নিধন চলছে অবাধে, হুমকিতে দেশীয় প্রজাতির মাছ; বেলকুচিতে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে সম্মাননা স্মারক ক্রেষ্ট ও সনদ প্রদান অনুষ্ঠিত ; IHWS পিরোজপুর জেলা কার্যালয় মাইলস্টোন স্কুল নিহতদের আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে; বীর মুক্তিযোদ্ধা ছালেম সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন; মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ বিয়ার জব্দ; সাপলেজায় টিসিবির পন্য বিতরনে ওজনে কম দেওয়ার অভিযোগ;

টেকনাফে বসুন্ধরা গ্রুপের অঙ্গ সংগঠন শুভ সংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত;

আলমগীর আকাশ
কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে অদ্য ২৬ জুলাই-২৫ইং তারিখে বেলা ১১:০০ টার সময় এই আয়োজিত হয় এ বিশাল অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফের সাবেক পৌর মেয়র মোহাম্মদ ইসমাইল ও বিএনপির কক্সবাজার জেলার অর্থ সম্পাদক মোঃ আবদুল্লাহ এবং জামায়াতের টেকনাফ পৌরসভার সভাপতি রবিউল আলম সহ বিভিন্ন সর্বস্হরের নেতাকর্মী ও সাধারণ জনগণ। উক্ত অনুষ্ঠানে টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল বক্তব্যে বলেন, মানবিকতার এই মহৎ উদ্যোগকে স্বাগত জানায় ,আয়োজকবৃন্দ
বসুন্ধরা গ্রুপের প্রতিনিধিগণ,কালের কণ্ঠের মহৎ উদ্যোগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ,এবং সবচেয়ে প্রিয় আমাদের এই অসহায় পরিশ্রমী ভাই-বোনদের প্রতি সালাম ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আরও বলেন, আজকের এই অনুষ্ঠানে এসে আমি গভীর আনন্দ অনুভব করছি।প্রথমেই আমি ধন্যবাদ জানাই বসুন্ধরা গ্রুপ ও শুভ সংঘের মতো সুন্দর একটি সামাজিকভাবে দায়িত্বশীল প্রতিষ্ঠানকে, যারা শুধু সহানুভূতিই দেখাচ্ছে না, বরং অসহায় নারী-পুরুষকে কর্মসংস্থানের সুযোগ ও আত্মনির্ভরশীলতার পথ করে দিচ্ছেন।ইসলামের আলোকে আত্মনির্ভরশীলতার গুরুত্ব
অপরিসীম। উল্লেখ্য,হাদিসে প্রিয়নবী রাসূলুল্লাহ স, বলেছেন:“তোমাদের মধ্যে সে-ই শ্রেষ্ঠ, যে নিজের হাতে উপার্জন করে হালালভাবে জীবনধারণ করে।”
অর্থাৎ ইসলাম আমাদের শিখিয়েছে ভিক্ষা নয়, পরিশ্রমই সম্মান। তিনি বলেন, আজ আপনারা যারা প্রশিক্ষণ নিয়েছেন এবং সেলাই মেশিন পেয়েছেন, এটি কেবল একটি যন্ত্র নয়-এটি আপনার পরিবারের আশা, আপনার সন্তানদের ভবিষ্যৎ, আপনার নিজের আত্মসম্মান পুনরুদ্ধারের উপায়। মেশিনের সাথে আসলো নতুন সম্ভাবনা। সাবেক মেয়র মেয়েদের উদ্দেশ্য বলেন,
আপনারা যদি এই সুযোগকে কাজে লাগান।
১/ ঘরে বসে স্বল্প বিনিয়োগে আয় করতে পারবেন,
২/ সন্তানদের শিক্ষার খরচ চালাতে পারবেন,
৩/ পরিবারে অর্থনৈতিক স্বচ্ছলতা আনতে পারবেন,
৪/ আর নিজের পায়ে দাঁড়িয়ে সমাজে মর্যাদা অর্জন করবেন। তিনি সাবাইকে উদ্দেশ্য করে বলেন,
আপনারা চাইলে এই কাজকে ছোট উদ্যোগ থেকে বড় ব্যবসায় পরিণত করতে পারবেন। আজ যা একটি সেলাই মেশিন, তা আগামীতে হতে পারে আপনার নিজের ছোট গার্মেন্টস ও কর্মসংস্থানের কেন্দ্র।
আজ আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই-এই সুযোগকে হারাবেন না। যারা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাদের প্রমাণ করে দিন আপনারা কারও বোঝা নন, আপনারাই সমাজের সম্পদ।
★এই মেশিন থেকে তৈরি পোশাকে আপনার পরিবারের হাসি ফুটবে,
★ আপনার হাতে তৈরি জামা কাপড়ে অন্য পরিবারও খুশি হবে,
★আর আপনার এই উদ্যোগ হবে একটি নতুন জীবনযাত্রার সূচনা।
সবশেষে তিনি বলেন,আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ তারা বুঝিয়েছে সহায়তা মানে শুধু টাকা দেওয়া নয়, বরং কর্মসংস্থানের পথ তৈরি করে দেওয়া। বাংলাদেশ জামায়াতে ইসলামীও সব সময় এমন জনকল্যাণমূলক কাজের পাশে আছে, থাকবে, ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার