শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
আলমগীর আকাশ
কক্সবাজার জেলা প্রতিনিধি:
অদ্য ৭ আগস্ট-২৫ইং সকাল ১০:০০ টার সময় সামাজিক সংগঠন “বিডি ক্লিন টেকনাফ” টিম পরিস্কার পরিচ্ছন্নতা বৃদ্ধির লক্ষ্যে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।
ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, বিডি ক্লিন একটি মানবিক ও সুন্দর সামাজিক সংগঠন, তাদের কাজ প্রশংসার দাবিদার।পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও বেশি গতিশীল করতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন টেকনাফ টিমের সদস্য সহ টিম লিডার রাফি আনোয়ার।
টিম লিডার রাফি আনোয়ার বলেন,আজকের দিনটি ছিল বিডি ক্লিন টেকনাফ টিমের জন্য বিশেষ এক মুহূর্ত। বিডি ক্লিন এর সদস্যরা বলেন, পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকেই — এই স্লোগানে টেকনাফ’কে আমরা গড়তে চাই একটি সুন্দর ও সচেতন শহর হিসেবে।
বিডি ক্লিন টেকনাফ টিমের পক্ষ থেকে ইউএনও শেখ এহেসান উদ্দিন কে সমাজ সুন্দর ও পরিস্কার পরিচ্ছন্নতার উদ্যোগের প্রতীক হিসেবে একটি ড্রেস উপহার দেওয়া হয়েছে। সকল সদস্যরা বলেন, টেকনাফবাসীর সহযোগিতা কামনা করছি এবং সবধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাপোর্ট আমাদের প্রেরণা যোগাবে।
পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান “বিডি ক্লিন টেকনাফ”