বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর জেলা প্রসাশকের কার্যালয়ের সাবেক নাজির মরহুম আনোয়ার হোসেন এর নামে জামে মসজিদ কমপ্লেক্স এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১.৩০ মিনিটে পিরোজপুর শহরস্থ মাছিমপুর এলাকায় তার ছেলে বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক এম সোহেল মাহামুদ এর বাসভবনের সম্মুখে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। উক্ত মসজিদটি প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক,সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ত্ব এম সোহেল মাহামুদ। উক্ত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনি, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম,জেলা প্রেসক্লাব পিরোজপুরের সাধারণ সম্পাদক এস এম আবু জাফর, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন ফকির, দপ্তর সম্পাদক এম এন নকিব নাসরুল্লাহ,বিশিষ্ট সমাজসেবক মোঃ হুমায়ূন কবির খান সুনু প্রমুখ। এসময় পার্শ্ববর্তী মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও মাদ্রাসার শিক্ষকগন উপস্থিত ছিলেন। উক্ত মসজিদ কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা এম সোহেল মাহামুদ বলেন আমার বাবা মরহুম আনোয়ার হোসেন (নাজির) এর সপ্ন ছিলো একটি মসজিদ প্রতিষ্ঠা করা,আজ আমি আমার বাবার সপ্ন পূরনের লক্ষ্যে পিরোজপুরের মানবিক জেলা প্রসাশকের হাত দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করাতে পেরেছি। ইনশাআল্লাহ আমি আশাকরি উক্ত মসজিদ কমপ্লেক্স এর কাজ সু্ন্দরভাবে সম্পন্ন করতে পারবো।এজন্য আমি আমার এলাকাবাসীসহ সকলের দোয়া ও সার্বিক সহোযোগিতা কামনা করছি।