বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
মোংলায় চলছে ৪৮ ঘন্টার হরতাল, সড়কে মিছিল জ্বলছে আগুন; বিশেষ অভিযানে অবৈধ বেহুন্দী,চড়গড়া জাল জব্দ ও বিনষ্ট; পিরোজপুরে বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ; নওগাঁর বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী; শোক সংবাদ; কাউখালীতে আনসার ও ভিডিপির আয়োজনে মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন; আত্রাই  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ডাক্তাররা ডিউটিতে থেকেও বাহিরে চেম্বার করার অভিযোগ; বেলকুচি বাসী চাঁদাবাজ-দুর্নীতিবাজদের মুখ দেখতে চায় না,, মুফতি নুরুন নাবী; পিরোজপুরে সন্ত্রাস-চাঁদাবাজ ও দালাল মুক্ত বিএনপি গঠনের দাবিতে বিক্ষোভ; কাউখালী উপজেলা বিএনপির আয়োজনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত; বোয়ালমারীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্্যালী; নওগাঁর আত্রাইয়ে ওএমএস কার্যক্রমের আওতায় স্বল্পমূল্যে আটা বিক্রি ; মঠবাড়ীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন; ঝিকরগাছায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন; বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুর পৌর বিএনপির আনন্দ র‍্যালী; ঝিকরগাছায় সড়ক ও জনপথের জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ ; কালকিনিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভা অনুষ্ঠিত; কাউখালীতে জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন; আত্রাইয়ে ব্র্যাক ওয়াশের স্টুডেন্ট ব্রিগেড ট্রেনিং অনুষ্ঠিত ; নওগাঁর আত্রাইয়ে ভটভটি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ,নিহত ১ আহত ১;

আত্রাইয়ে দেওয়ান মহসিন আলী সড়কের কাজ শেষ না হতেই ধস;

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

আত্রাইয়ে দেওয়ান মহসিন আলী সড়কের কাজ শেষ না হতেই সড়কে ধস।
নওগাঁর আত্রাই উপজেলায় সিংসাড়া বাজার থেকে ইব্রাহিম নগর পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ দেওয়ান মহসিন আলী সড়ক নির্মাণের কিছুদিনের মধ্যেই ধসে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
সরজমিনে দেখা গেছে, ওই সড়কের  দুই  তিন জায়গা ধসে গেছে। ঐতিহ্যবাহি উঁচাগর ঈদগাহ মাঠের পূর্ব পাশে বড় পুকুর তার সাইড দিয়ে সড়কটি। সাইড দিয়ে মাটি না দেওয়ায় সামান্য বৃষ্টিপাতেই মাটি ধসে সড়কটি ধ্বসে গেছে। অল্প  সময় পুরো রাস্তাটি ধসে যেতে পারে বলে শঙ্কা স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার এবং সঠিকভাবে রোলার দিয়ে কম্পেকশন না করার কারণে সামান্য বৃষ্টিতেই রাস্তাটির ধার ভেঙে যাচ্ছে। এতে পথচারী ও যানবাহন চালকরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। দ্রুত সংস্কার না হলে এই সড়ক দিয়ে যোগাযোগ প্রায় বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম জানান, বিষয়টি উপজেলা প্রকৌশলী দপ্তরে অবহিত করা হয়েছে এবং জরুরি ভিত্তিতে মেরামতের সুপারিশ করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী নীতিশ কুমার বলেন, আমরা সমস্যাটি সম্পর্কে অবগত আছি। খুব শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু আশ্বাস নয়, বরং দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। তারা মনে করেন, আত্রাইয়ের গুরুত্বপূর্ণ এ সংযোগ সড়কটি মানসম্মত ভাবে পুনরায় নির্মাণের দাবি করছি।
অন্যদিকে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আইয়ুব আলী অভিযোগ করে বলেন, রাস্তাটির নির্মাণকাজে চরম অনিয়ম হয়েছে। তিনি বলেন, “ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়হীনতার কারণে জনগণকে এই ভোগান্তি পোহাতে হচ্ছে।”
রাস্তার অনিয়ম কাজে হতাশ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক বলেন, রাস্তার কাজ শেষ হওয়ার আগেই এভাবে ধসে যাবে, সড়ক ভেঙে যাবে এটা কেমন কথা? নিশ্চয়ই এ কাজে যথেষ্ট ত্রুটি রয়েছে।
স্থানীয় অটোরিকশাচালক নজরুল ইসলাম  বলেন, ‘এতদিন আমরা অনেক কষ্ট করে যাত্রীদের নিয়ে গাড়ি চালিয়েছি। আশা ছিল সড়কটির কাজ সম্পন্ন হলে হয়তো আমাদের গাড়ি নিয়ে চলাচলের কষ্টটা লাঘব হবে।কিন্তু না কাজ শেষ হতে না হাতেই ধসে গেছে সড়কের কিছু অংশ।অল্প সময়ে মেরামত না করা হলে চলাচলের অযোগ্য হয়ে পড়বে সড়কটি।
এদিকে এ বিষয়ে জানতে ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আব্দুল মতিন এর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার