শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালী উপজেলায় দুর্নীতি দমন কমিশন (দুদক)এর প্রধান কার্যালয়ের পরিচালক স্বাক্ষরিত ০৯ সদস্য বিশিষ্ট ০৩ বছর মেয়াদী কমিটি অনুমোদন।
বাংলাদেশ সরকারের দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ১৭(ছ) ধারায় নির্ধারিত কার্যাবলী সম্পাদনের জন্য ধারা ১৭(ট) বিধান অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে,কাউখালী উপজেলার নয় সদস্য বিশিষ্ট দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করে অনুমোদন দেয়া হয়। উক্ত কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে:-
(১) মোঃ শফিকুল ইসলাম স্বপন (সভাপতি) ২/মোঃ আখতারুজ্জামান (সহ-সভাপতি) ৩/ মোসা:শামীমা আক্তার (সহ-সভাপতি) ৪/ সুলতালা নীলা (সাধারণ সম্পাদক) ৫/ মোঃ রবিউল হাসান রবিন (সদস্য) ৬/ হাফেজ মাওলানা মোঃ সাইফুল ইসলাম (সদস্য) ৭/মোঃ নুরুজ্জামান খোকন (সদস্য) ৮/ মোঃ নুরুজ্জামান খান পলাশ (সদস্য) ৯/ আসমা আক্তার (সদস্য)। উক্ত কমিটির কার্যক্রম প্রশাসনিক এলাকায় সীমাবদ্ধ থেকে কার্য পরিচালনা করবে, সেই সাথে পূর্ববর্তী কমিটি থেকে দায়িত্বভার গ্রহণপূর্বক কার্যক্রম শুরু করবে আগামী ০৩ বছর পর্যন্ত। কমিটির কর্ম পরিধি ও কার্যক্রম করণীয়,(ক) দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা,কর্মসূচির মাধ্যমে বক্তৃতা,বিতর্ক ও রচনা প্রতিযোগিতা,সেমিনার, সিম্পোজিয়াম,কর্মশালা, মতবিনিময় ও আলোচনা সভা,পথসভা,মানববন্ধন, পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে।(খ) জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহে দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা,(গ) সকল প্রকার ধর্মীয় প্রতিষ্ঠানে আগত মানুষের মধ্যে দুর্নীতি প্রতিরোধে আলোচনার মাধ্যমে মনোভাব গড়ে তোলা,(ঘ) তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে গনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রাবাসে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে “সততা সংঘ” গড়ে তোলা, (ঙ)কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে কমিশনের নির্ধারিত ছকে আইনের তফসিলভুক্ত অপরাধের সুনির্দিষ্ট তথ্য সম্বলিত অভিযোগের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে প্রেরণ,(চ)গৃহিত কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, (ছ) অহিংস পদ্ধতিতে ও প্রচলিত আইন ও বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির কর্মসূচি পরিচালনা, (জ) কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কমিশনের দিক ও নির্দেশনা অনুসরণ।
সেই সাথে উক্ত কমিটির বর্জনীয় বিষয় সমূহ:- (ক) কমিশনের অনুসন্ধান বা তদন্ত কার্যক্রম প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে প্রভাবিত করা হতে বিরত থাকা,(খ) সরকারি -আধা সরকারি, সায়ত্বশাসিত বা বেসরকারি কোন দপ্তরের কার্যক্রমে হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার হতে বিরত থাকা।(গ) ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে কারো বিরুদ্ধে মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর তথ্য কমিশনে প্রেরণ করা হতে বিরত থাকা।