বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১০:২১ অপরাহ্ন
মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর প্রতিনিধি)
পিরোজপুরের কাউখালী উপজেলা শ্রীগুরু সঙ্ঘের ৮০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে, কাউখালী শাখা সঙ্ঘের পরিচালনায় ১৩তম বাৎসরিক উৎসব শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ৫১বিশিষ্ট কমিটির আয়োজনে ২৯ আগস্ট শুক্রবার বিকেলে মাতৃসঙ্ঘ অধিবেশন সূচনা ও বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচির মধ্য দিয়ে ১লা সেপ্টেম্বর সোমবার দুপুরে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হবে। জানা যায় উক্ত গুরুদেব বরিশাল বাখেগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৩৫২ বঙ্গাব্দের ১৩ই ভাদ্র এই দিনে কলকাতায় শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠিা করেন।
কাউখালী শাখা সঙ্ঘ প্রতি বছরের ন্যায় গুরুর কৃপা লাভে, দেশ-জাতির কল্যাণ ও বিশ্ব শান্তির কামনায়, ৩০আগস্ট (শনিবার) সকাল ৯ঘটিকায় সঙ্ঘ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের মূল আনুষ্ঠানিক উদ্বোধন হয়। পতাকা উত্তোলন করেন শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি ও আশ্রম অধ্যক্ষ স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ। এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল কর্মকার,সিনিয়র সহ-সভাপতি এডভোকেট পরিতোষ সমাদ্দার,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাউখালী শাখা সঙ্ঘের সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল,কাউখালী শাখা সঙ্ঘের সহ সভাপতি সুব্রত রায়,বঙ্কিম চন্দ্র সাহা,সহ সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার সাহা,সাংগঠনিক সম্পাদক বিনয় কৃষ্ণ দাস,প্রচার সম্পাদক মানিক লাল কর প্রমূখ।
সকাল ১১টায় হাসপাতালে দুস্থ রোগীদের মাঝে ফল বিতরণ,১১:৩০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ,১২:৩০ অসহায় মায়েদের মাঝে বস্ত্র বিতরণ, সন্ধ্যা ৬:৩০ এ সমবেত প্রার্থনা, ৭:৩০ মহতি ধর্মসভা ও রাত ১০ ঘটিকায় শ্রী শ্রী তারকাব্রহ্ম মহানাম যজ্ঞাঅনুষ্ঠানের শুভ অধিবাস এবং রবিবার অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অতঃপর আগামীকাল ১লা সেপ্টেম্বর সোমবার সকাল ৬টা থেকে কুঞ্জভঙ্গ,বেলা ১১ঘটিকায় শ্রী শ্রী গুরু পূজা ও ভোগরাগ, দুপুর ১ঘটিকায় মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হবে।