সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
আলমগীর আকাশ
কক্সবাজার জেলা প্রতিনিধি:
টেকনাফ শহরে টমটম যানের শৃঙ্খলা আনয়ন ও টমটম চালক কর্তৃক বিভিন্ন অপরাধ হ্রাসের লক্ষ্যে উপজেলা আইন শৃংখলা কমিটির গৃহিত সিদ্ধান্ত মোতাবেক টেকনাফ পৌরসভা সকল টমটম চালককে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ গ্রহন করেছে। আগামীকাল হতে বাংলাদেশী টমটম চালকগণ পৌরসভা হতে নিবন্ধন ফর্ম সংগ্রহ করতে পারবেন। ফর্ম সংগ্রহ ও জমাদানের শেষ তারিখ ৩০ অক্টোবর, ২০২৫। নভেম্বর মাসে যাচাই বাছাই শেষে শুধুমাত্র বাংলাদেশী প্রাপ্তবয়স্ক নাগরিকগণ টমটম চালানোর QR কোড ও ছবিযুক্ত আইডি কার্ড ও নির্দিষ্ট পোষাক প্রাপ্ত হবেন। ১লা ডিসেম্বর হতে টেকনাফ এ কোনো টমটম চালক আইডি ও পোষাক ব্যতিত টমটম চালাতে পারবে না।
বিদ্র : বাংলাদেশী নাগরিক ব্যতিত কেউ টমটম চালানোর আবেদন করলে বা জালিয়াতি/তদবির করলে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
জনস্বার্থে প্রচার করার অনুরোধ রইলো।
উপজেলা নির্বাহী অফিসার, টেকনাফ ও প্রশাসক, টেকনাফ পৌরসভা।