বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন ও গণভোট আয়োজন সংক্রান্ত কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে নির্বাচনী আচরণবিধি ও গণভোট বিষয়ে কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। কর্মশালায় উপস্থিতি ছিলেন পুলিশ সুপার মো. রবিউল ইসলাম রবি, জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ, উপজেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান, বিজিবি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
কমর্শালা ও আলোচনা সভায় নির্বাচনী আচরনবিধি, গণভোট ও আইনশৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।