সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) দন্ত চিকিৎসক ও চিকিৎসকদের অংশগ্রহণে ‘সেনসিটিভিটি’ বিষয়ক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার দন্ত চিকিৎসক ও ডাক্তাররা অংশ নেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পেশাগত কাজে রোগীর সাথে আচরণ, রোগীকে সঠিকভাবে বোঝানো, দন্ত চিকিৎসায় সেনসিটিভিটি বিষয়ক আধুনিক ধারণা এবং ব্যবহারিক দিকগুলো তুলে ধরা হয়। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি ও রোগীদের উন্নত সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।