সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নওগাঁর আত্রাই উপজেলায় দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। গত ১১ ডিসেম্বর নওগাঁ জেলা প্রশাসকের অফিস আদেশে সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অভিষেক কান্তি বর্মনকে এ দায়িত্ব প্রদান করা হয়। তাঁরা নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধ এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন। ইউএনও শেখ মো. আলাউল ইসলাম জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মাঠে দায়িত্ব পালনের মাধ্যমে আত্রাইয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হবে।