বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি :
বৃহস্পতিবার (০৯ অক্টোবর)পিরোজপুর জেলা স্বাস্থ্য বিভাগ এর আয়োজনে ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং-এর সহযোগিতায় “বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫” উদযাপন করা হয়।এ উপলক্ষ্যে জেলা সিভিল সার্জন চত্বর থেকে র্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন অফিসের সামনে গিয়ে শেষ হয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডা: মো: মতিউর রহমান,এছাড়াও ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন ব্রাক পিরোজপুর জেলা সমন্বয় মোঃ হাসিবুল ইসলাম,ব্রাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার সঞ্জয় মজুমদার সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এ সময় বিশ্ব দৃষ্টি দিবস নিয়ে বক্তারা বিভিন্ন আলোচনা করেন।