মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার;
দ্বাদশ সংসদ নির্বাচন বাতিলের দাবিতে বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ও ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট কালো পতাকা মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। আজ রোববার আইনজীবী সমিতি ভবন থেকে এ মিছিল বের করা হয়।
আজ (বোববার) দুপুরে আইনজীবীরা মিছিল নিয়ে নগরীর ফজলুল হক অ্যাভিনিউ সড়কে বের হওয়ার চেষ্টাকালে পুলিশ জেলা জজ আদালতের প্রবেশদ্বারে তাদের আটকে দেয়। এ সময় পুলিশের সঙ্গে আইনজীবীদের বাগ বিতণ্ডা হয়। এক পর্যায় নেতা–কর্মীরা মিছিল সরিয়ে নেন।
এর আগে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন–জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন সহসভাপতি অ্যাডভোকেট শহীদ হোসেন, অ্যাডভোকেট কাজী বসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হুমাউন কবীর মাসুদ, অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু প্রমুখ। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মহসিন মন্টু।