মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
পটুয়াখালী জেলা প্রতিনিধি;
বরিশাল: বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে লাখো মানুষের উপস্থিতিতে আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হয়ে অনুষ্ঠিত হলো আট দলের মহাসমাবেশ। বিপুল জনসমাগমে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। পীর সাহেব চরমোনাই তাঁর বক্তব্যে বলেন,
“দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা ছাড়া শান্তি সম্ভব নয়। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সবাই ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে জাতির ভবিষ্যতের জন্য মূল্যবান মতামত প্রদান করবেন।”
আট দলের এই মহাসমাবেশকে ঘিরে বেলস পার্ক ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন হওয়ায় প্রশাসন ও আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।