বুধবার, ২১ মে ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
মো: সোহরাওয়ার্দী হোসেন,
ব্যুরো প্রধান রাজশাহী;
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা ধুকুরিয়াবেড়া ২ নং ওয়ার্ডের মবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন ২ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হাই ভোলন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম সরকার সাহেব।
ধুকুরিয়াবেড়া আওয়ামী লীগের নেতা এম এ মহসিন রেজা,
ধুকুরিয়াবেড়া আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক শাহ আলম
মোল্লা,২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,
আওয়ামী লীগের নেতা ছাইফুল ইসলাম।
বেলকুচি পৌর ছাত্র লীগের সভাপতি আত্তার হামিদ,
২নং ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা
ফরহাদ আলী সহ শত শত নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান পদ প্রার্থী ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম বলেন : আমার লক্ষ ও সেবা ও জনগনের উন্নয়ন নিশ্চিত করা। শত ভাগ শিক্ষিত বেলকুচি এবং দরিদ্র মেধাবী দের জন্যে এডুকেশন ফান্ড গঠন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিবেট সোসাইটি গঠন ও আন্ত: ডিবেট প্রতিযোগিতার আয়োজন, শতভাগ দুর্নীতি দূর্বৃত্তায়ন সন্ত্রাস মাদকমুক্ত,
প্রতিটি গ্রামের কাচা রাস্তা পাকা করণ, যানযট মুক্ত আদর্শ বেলকুচি ও নাগরিক সুবিধা বৃৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সামাজিক সুরক্ষা দারিদ্র বিমোচনে ফান্ড গঠন, বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা, তরূন দের জন্যে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা, ন্যায়বিচার, সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠায় করবো।
মানুষ তার আশার সমান বড়,আসুন সেই আশা,সেই প্রত্যাশা আর পরিবর্তনের প্রত্যয়ে এগিয়ে যাই সামনের দিকে।