সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
মো: আইউব আলী হাওলাদার,বিশেষ প্রতিনিধি।
পিরোজপুরের মঠবাড়ীয়া আজ বুধবার (১০ ডিসেম্বর,২০২৫) আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন প্রশিক্ষণ ও হিট ফাউন্ডেশন, মঠবাড়ীয়া কর্তৃক বিশ্ব মানবাধিকার দিবস সফলভাবে পালিত হয়েছে। হিট ফাউন্ডেশনের সভাপতি মো: শামীম মিয়া মৃধার নেতৃত্বে সকাল ১০.৩০ টায় মঠবাড়ীয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্ম ভবনের সম্মুখ হতে একটি র্যালী বেড় হয়ে বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয় । র্যালী ও পথসভায় সংগঠনের উপদেষ্টা অধ্যাপক শরীফ আ: জলিল ও সাধরন সম্পাদক আবুল কালাম আজাদসহ কাযনির্বাহী কমিটির সকল সদস্য,স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।পথ সভায় বক্তব্যে রাখেন সংগঠনের সভাপতি মো: শামীম মিয়া মৃধা,উপদেষ্টা অধ্যাপক শরীফ আ: জলিল,সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,যুগ্ম সাধারন সম্পাদক মো: আাইউব আলী হাওলাদার,যুব ও ক্রীড়া সম্পাদক খালিদ সাইফুল্লা আমিন বাবু প্রমূখ। বক্তারা সকলেই দিবসের প্রতিপাদ্য ” বিভেদ নয় ঐক্য চাই, সংঘাত নয় শান্তি চাই ” এই শ্লোগান কে সামনে রেখে সকল দলমত নির্বিশেষে সমাজের মানবাধিকার প্রতিষ্টা করতে বদ্বপরিকর। যেখানেই মানবাধিকার লংঘিত হনে অত্র সংগঠন সেখানেই মানবাধিকার প্রতিষ্ঠা করার মত ব্যক্ত করেন। সংগঠনের সকলকে ঐক্যবদ্ব থাকার আহবান জানান হয়। হিট ফাউন্ডেশন অত্র উপজেলায় সদ্য প্রতিষ্ঠিত হয়েছে। হিট ফাউন্ডেশন কেন্দ্রিয় কার্যালয়ের পরিচালক (তদন্ত প্রধান ) ও ঢাকা বিভাগের সভাপতি মুশফিকুর রহিম রনি এর বাড়ী মঠবাড়ীয়া উপজেলার সাফা অবস্হিত হওয়ার সুবাদে সংগঠনটি তার নেতৃত্বে সংগঠিত হওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।