মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
শেখ সাজেদুল হক(বোরাক)
রাজৈর প্রতিনিধি:–
রাজৈর প্রেসক্লাবের সভাপতি মোঃ কাজী নজরুল ইসলাম বলেন কুমার নদীতে ড্রেজার বসিয়ে ক্ষতি করছে সাধারন জনগনের, এটার দিকে সুদৃষ্টি রাখার অনুরোধ করেছেন জেলা প্রশাসকের কাছে। সাধারন সম্পাদক শেখ আসাদুল হক(সনেট) বলেন সাংবাদিক হলো অন্যায় তুলে ধরার কলম যোদ্ধা, সেখানে টাকার বিনিময়ে কিছু অশিক্ষিত লোক সাংবাদিকের কার্ড বের করে। কিন্তু যারা মান সম্মতি শিক্ষিত সাংবাদিক তাদের ক্ষতি হচ্ছে, তিনি জেলা প্রশাসকের কাছে অনুরোধ করেছেন, যেন সাংবাদিকদের ন্যূনতম ইন্টারমিডিয়েট পাশের সার্টিফিকেট দিতে হবে, সাংবাদিক কার্ডের সাথে তাহলে জানা যাবে, টাকায় কার্ড করা সাংবাদিক কারা আর এক্সপিরিয়েন্স সাংবাদিক কারা। সম্পাদক ও প্রকাশক(সাপ্তাহিক সুবার্তা) শেখ মোস্তাফিজুল হক(নাদির) বলেন,স্থানীয় পত্রিকার সম্পাদক প্রকাশক যারা আছেন, তাদের মধ্যে জাতীয় প্রোগ্রাম গুলোতে যেন তারা চিঠি পায়, এবং তাদের কে মূল্যায়ন করা হয়। সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন উর রশিদ (রনি),মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা হাজী এমারত আকন, দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম (মনি) মুন্সী, মোঃ অধুত মোল্লা,ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান নাজির,কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম বেপারী,কার জন্য নির্বাহী সদস্য এইচ এম সানোয়ার মুন্সী এইচ এম সানোয়ার রহমান। দৈনিক সময়ের কাগজের রাজৈর প্রতিনিধি শেখ সাজেদুল হক (বোরাক) ও অন্যান্য সদস্যবৃন্দরা।