শনিবার, ০৫ Jul ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
উল্লাপাড়া প্রতিনিধি: মোঃ ফয়সাল হাসান
আজ ২০ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪:৩০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওঃ রফিকুল ইসলাম খান, সহকারি সেক্রেটারী জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক শাহজাহান আলী, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, উল্লাপাড়া উপজেলা শাখা। সভায় সভাপতিত্ব করেন মোঃ শামীম রেজা, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, পঞ্চক্রোশী ইউনিয়ন শাখা। আলোচনা সভায় প্রধান অতিথি মাওঃ রফিকুল ইসলাম খান রমজানের গুরুত্ব এবং এ সময়ে আল্লাহর নিকট প্রার্থনার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “রমজান হলো আত্মশুদ্ধির মাস, যেখানে আমাদের উচিত নিজেদেরকে পরিশুদ্ধ করে আল্লাহর দিকে ফিরে আসা।” ইফতারের সময় দর্শকদের জন্য বিরিয়ানী ও পানি পরিবেশন করা হয়। আলোচনা সভা ও ইফতার মাহফিলটি সমাপ্ত হয় সবার মধ্যে একত্রিত হয়ে আল্লাহর রহমত কামনা করার মাধ্যমে।
এ অনুষ্ঠানটি বাংলাদেশ জামায়াতে ইসলামী, পঞ্চক্রোশী ইউনিয়ন শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় এবং এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেই অংশগ্রহণ করেন।