মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
ডেক্স রিপোর্টার;
নাটোরের লালপুর উপজেলার মাঝগ্রাম হাইস্কুল এন্ড কলেজের আয়োজনে নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আবুল কালাম আজাদ কে সংবর্ধনা ও অত্র স্কুল অ্যান্ড কলেজের
নতুন শিক্ষার্থীদের বরণ,এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়,ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারি-২৪)অত্র স্কুল অ্যান্ড কলেজ চত্বরে উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন মোল্লা”র সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক নাজমুল হোসেনের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব নাটোর-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ এমপি।
বক্তব্য তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন,’জননেত্রী শেখ হাসিনার আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে এই প্রজন্মের শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম।
এমপি এই প্রতিষ্ঠান সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে শিক্ষানুরাগীসহ সকলের সহযোগীতা কামনা করেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সফল সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা,
দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আতাউর রহমান জার্জিস,সাবেক সহ- সভাপতি মিজানুর রহমান নান্টু,
ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস,আবু সাঈদ সরকার বাবুল ও ইকরামুল ইসলাম প্রমুখ।এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক মন্ডলী,
ছাত্র-ছাত্রীবৃন্দ,অভিভাবক ও সূধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। পরে একই অনুষ্ঠানে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের বিদায়ও ৬ষ্ঠ শ্রেণীতে ছাত্রীদের বরণ করে নেয়া হয়। পরে স্কুলে অধ্যায়নরত ছাত্রীদের অংশগ্রহন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।