শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
শেখ সাজেদুল হক(বোরাক)
রাজৈর প্রতিনিধি:-
শহিদ আলিফ হত্যার বিচার দ্রুত বিচার কার্যকর,গাজীপুর মসজিদের ভিতর ঢুকে খতিব কে গুম করে হত্যার চেষ্টা এবং সারাদেশে মুসলিম মা বোনদের টার্গেট করে ধর্ষন করে সঙ্গবদ্ধ হিন্দুত্ব বাদি উগ্র সংশ্লিষ্ট সংগঠন ” ইস্কন ” এই সংগঠন ইস্কন কে নিষিদ্ধের দাবি তে আজ ২৪/১০/২০২৫ ইং, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল। জুমাবার, বাদ জুম্মা। স্থান টেকেরহাট গোল চত্বর। ব্যবস্থাপনায় উলামা মাশায়েখ আয়িম্মা ঐক্য পরিষদ। রাজৈর উপজেলা শাখা।