শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শেখ সাজেদুল হক(বোরাক)
রাজৈর প্রতিনিধি:–
আসাদুল মিনা সংবাদ সম্মেলন করেন এবং তার সকল সমস্যা ও জীবননাশের হুমকি মিডিয়ার কাছে প্রকাশ করেন। আসাদুল মিনা গ্রাম:- তাতিকান্দ, ডাকঘর:-টিপি হাই স্কুল, থানা:- রাজৈর, জেলা:- মাদারীপুর।
রাজৈর তাতিকান্দার 2 নং ব্রিজের দক্ষিণ পাশে ২৮ নং মৌজার, গত ১৪ই নভেম্বর ২০২৩ইং সালে ৩৫ শতাংশ জমি ক্রয় করেএবং পৈত্রিক সম্পত্তি মিউটেশন করে।সেই জায়গায় মিনা অটোরাইস মিলের চারপাশে ইটের বাউন্ডারি দেয় এবং কার্যক্রম শুরু করলে। একদল সন্ত্রাসী এসে মিনা অটো রাইসের মিলের কার্যক্রম বন্ধ করে দেয়। আসাদুল মিনার কাছে, ২৫ লক্ষ টাকা চাঁদা চায়। চাঁদা না দেওয়ায়, আসাদুল মিনাকে মারধর করে তার পকেটে থাকা ২০হাজার টাকা নিয়ে যায়,সন্ত্রাসী বাহিনী। উপায় না পেয়ে আসাদুল মিনা ২৩/১১/২০২৫ইং তারিখে কোর্টে মামলা দায়ের করেন, ১,মোকলেস মিনা ৮নং ওয়াডের(মেম্বার),পিতা-আব্দুর রহমান মিনা,২নং-মোতালেব মিনা ৩নং-মাহাবুর মনা ৪ নং-রাঙ্গু মিনা ৫নং-সম্রাট মিনা, উভয়ের পিতা- জামাল মিনা, ৬নং-সামাদ মিনা,পিতা- আব্দুর রহমান মিনা. অজ্ঞাত ৪/৫ জন। গ্রাম:- তাতী গান্দা,রাজৈর,মাদারিপুর। মামলা নং (৯৩৫),কোর্ট তদন্ত দেন ডিবি পুলিশ মাদারীপুর।