শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর শেখপুরা জামে মসজিদে খাস মোজাদ্দেদিয়া তরিকার মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল আজ শুক্রবার ২১.১১.২০২৫ সকাল ১০টা থেকে হয়ে শুরু হয়ে জুম্মা নামাজের পরে মকতুবাদ শরীফের মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা করেন,মোজাদ্দেদে মিয়াত,মাযহারুস সুন্নাহ,হযরত খাজা মোহাম্মদ মামুনুর রশীদ(র.)এর খলিফা, তাফসীরে মাযহারীর সহঅনুবাদক, মামুনাবাদ খানকা শরীফের কামেলে মোকাম্মেল পীর সাহেব,মুফতী মওলানা মোহাম্মদ নাজিমুদ্দিন মাদ্দাজিল্লুহুল আলিয়া।
উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শত শত ভক্ত বৃন্দ,মাকতুবাদ ওয়াজ মাহফিলে মিলাদ কিয়াম শেষে সকল বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।