বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
রাজৈর(মাদারীপুর)প্রতিনিধি:
শরীফুল ইসলাম
মাদারীপুরে রাজৈরে নির্বাচন কমিশনারের ৪৮ ঘণ্টা প্রজ্ঞাপন জারির পরপরই ,প্রশাসনের কঠোর অভিযান। মাদারীপুরে নির্বাচনী তফসিল ঘোষণা পরবর্তী সময়ে সকল রাজনৈতিক নেতাদের ব্যানার ও ফেস্টুন সরাতে মাঠে নামে স্থানীয় প্রশাসন। (১৫ ডিসেম্বর ২০২৫) রোজ সোমবার, সকাল থেকেই গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমপূর্ণ এলাকা থেকে অবৈধ ব্যানার অপসারণ করা হয়। এই উচ্ছেদ অভিযানে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনকারী বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার ও ফেস্টুন খুলে ফেলা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে এই অভিযান চলমান থাকবে। মাদারীপুরের রাজৈরে ব্যানার উচ্ছেদের এই দৃশ্য স্থানীয় বাসিন্দাদের দৃষ্টি কেড়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি আলোচনায় এসেছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর Election Code কার্যকর হওয়ায় কেউ যেন আগাম প্রচারণা চালাতে না পারে, সে লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই প্রশাসনের নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।