বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
মোঃ ফিরোজ আহম্মেদ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে আজ শনিবার ২৭ডিসেম্বর২০২৫ বিকেল ৪,৩০ মিঃ থেকে সন্ধা পর্যন্ত সাবেক মন্ত্রী আলমগীর কবিরের পথসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পথসভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
পথসভায় সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।