বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
মোঃ নুরুজ্জামান খোকন
(পিরোজপুর)
১৫ জানুয়ারি( বৃহস্পতিবার) পিরোজপুরের কাউখালী উপজেলা সদরে অবস্থিত,২৩ নং কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়মুখী করার লক্ষ্যে আজ স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের মাঝে বিস্কুট বিতরণ করা হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এবং অভিভাবকরা। কর্মসূচির আওতায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে পুষ্টিকর বিস্কুট সরবরাহ করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, নিয়মিত স্কুল ফিডিং কার্যক্রম চালু থাকায় শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসতে উৎসাহিত হচ্ছে এবং পাঠদানে মনোযোগ বাড়ছে।
অভিভাবকরা বলেন,এই ধরনের উদ্যোগ দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের শিশুদের জন্য খুবই সহায়ক। এতে শিশুদের বিদ্যালয়ে পাঠাতে আগ্রহ বাড়ছে এবং ঝরে পড়ার প্রবণতা কমছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, স্কুল ফিডিং প্রোগ্রাম অব্যাহত থাকলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নসহ শিশুদের পুষ্টি ও শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব পড়বে।