বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
মাদারীপুর-২ আসনে হেলেন জেরিন খানের নির্বাচনী প্রচারণা ; বিশ্ব দৃষ্টি দিবস; জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল; পটুয়াখালী মরিচ বুনিয়া বেল্লাল  হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ ; “বাবাকে নিয়ে কিছু কথা” অবৈধভাবে ক্যাম্প থেকে বের হওয়া ১৭১ রোহিঙ্গা আটক, ক্যাম্পে ফেরত পাঠালো বিজিবি; নেছারাবাদে গভীর রাতে ডাকাতির চেষ্টা; পবিত্র আল-কুরআন অবমাননার প্র-তি-বাদে পিরোজপুরে মানববন্ধন ও বি-ক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে; তেতুলিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত ; বিনামূল্যে চক্ষু চিকিৎসা অপর নাম ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স হাসপাতাল; নওগাঁর আত্রাইয়ে নানান আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত ; বরগুনার গুলিশাখালি হাতিমিয়া দাঃ মাদ্রাসায় ১৫ জন ছাত্রের ১৬ জন শিক্ষক; মঠবাড়ীয়ায় পিরোজপুর বিএনপি’র নবগঠিত জেলা আহবায়ক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত; মোংলায় পুলিশের অভিযানে মাদক সম্রাট আটক; মঠবাড়ীয়া আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত; চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ; মিথ্যা প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ,মৎস্যজীবী দলের সভাপতি পিরোজপুর জেলা; আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক, শিক্ষিকাদের মাসিক ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত; ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন; রাজৈরে বিশিষ্ট মাদক ব্যবসায়ী অলিয়ার গ্রৈফতার;

রূপগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত এক, দগ্ধ তিন;

 

বিশেষ প্রতিনিধি ;                               নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসের লাইন লিকেজ থেকে জমা গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে তাছলিমা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরো তিনজন দগ্ধ হয়েছেন। গত শনিবার (০২ ডিসেম্বর) রাত ১১টার দিকে রূপগঞ্জের বানিয়াদী এলাকায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। নিহত তাছলিমা বেগম রূপগঞ্জের বানিয়াদী এলাকায় কবির হোসেনের স্ত্রী। তিনি পেশায় একজন নার্স ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে (০৩ ডিসেম্বর) মৃত্যু হয় তাছলিমা বেগমের। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় নিহতের স্বামী কবির হোসেন, মেয়ে সিনথিয়া, ছেলে তাসমিত রায়হান তাসিন নামের আরো তিনজন দগ্ধ হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বানিয়াদী এলাকায় একতলা বাড়ির একপাশে দুই কক্ষে কবির হোসেনের প্রথম স্ত্রী তাছলিমা তার এক ছেলে ও এক মেয়ে নিয়ে থাকতেন। আরেক পাশে দুইটি কক্ষে দ্বিতীয় স্ত্রী মারুফা তার এক মেয়ে নিয়ে থাকেন। প্রথম স্ত্রী তাছলিমা উপজেলার একটি বেসরকারি হাসপাতাল নার্স হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো কাজ শেষে শনিবার রাত ৮টার দিকে তিনি বাড়িতে আসেন। ঘরের একটি কক্ষে থাকতেন তিনি। আর আরেকটি কক্ষে থাকতেন দুই ছেলে-মেয়ে। গত শনিবার ১১টার দিকে হঠাৎ তার ঘরের ভেতর থেকে বিকট শব্দ শোনা যায়। শব্দে দুইটি কক্ষের দরজা ও জানালা ভেঙ্গে যায়। সাথে সাথে তাছলিমা যে কক্ষে থাকতেন সে কক্ষে আগুন জ্বলে উঠে। এসময় আগুনে দগ্ধ হন তাছলিমা বেগম। তাকে বাঁচাতে এগিয়ে আসলে আগুনে দগ্ধ হন তার স্বামী কবির হোসেন, মেয়ে সিনথিয়া ও ছেলে তাসমিত রায়হান তাসিন।

স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের রাতেই রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে রোববার রাতে চিকিৎসাধীন অবস্থান মারা যান তাছলিমা বেগম।

রূপগঞ্জ থানার ওসি/তদন্ত জুবায়ের হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে আগুন লেগেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার