সোমবার, ০৭ Jul ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
মোঃ আঃ হান্নান, বরিশাল;
বরিশালের কীর্তণখোলো নদীর তীরে গড়ে ওঠা ঐতিহ্যবাহী চরমোনাই দরবার শরীফ ও চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার ময়দানে অগ্রহায়ণ মাসের মাহফিল গত ২৭শে নভেম্বর শুরু হয় এবং আজ ৩০শে নভেম্বর বাদ ফজর মাহফিলের আখেরী বয়ান এবং আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শেষ হয়৷
মাহফিলে দেশের সকল প্রান্ত থেকে মুসুল্লিরা সমবেত হন৷ আমীরুল মুজাহিদীন পীর সাহেব চরমোনাই দেশ- বিদেশের সকল মাজলুম জনতার জন্য দোয়া করেন৷
ফিলিস্তিন সহ বিভিন্ন দেশের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করেন৷
এছাড়াও মুজাহিদ কমিটির নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইসলামিক স্কলারগন গুরুত্বপূর্ণ নছিহত পেশ করেন৷
মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘নিজেকে নিজে ছোট মনে করতে হবে। আমিত্ব ভাব ও তাকাব্বুরি পরিত্যাগ করতে হবে।
হিংসা-বিদ্বেষ পরিত্যাগ করতে হবে। ঘোড়ার মুখে যেভাবে লাগাম থাকে সেভাবে রাগের মুখে লাগাম লাগাতে হবে। সকাল-সন্ধ্যা জিকিরের মাধ্যমে কলব পরিশুদ্ধ করতে হবে। গিবতের মতো গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সাপ্তাহিক হালকায়ে জিকির ও তালিমে নিয়মিত অংশ নিতে হবে।
ছহিহ শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে হবে।’
সমাপনী অধিবেশনের বয়ানে পীর সাহেব চরমোনাই মাহফিল বাস্তবায়নে সম্পৃক্ত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। আখেরি মোনাজাতে অংশ নেওয়া প্রশাসনিক, রাজনৈতিক ব্যক্তি, ওলামায়ে কেরাম ও গণমাধ্যমকর্মীদের মোবারকবাদ জানান তিনি।