রবিবার, ০৬ Jul ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে দিন ব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রোকসানা হ্যাপি। তিনি জানান, ৬ থেকে ১১ মাস বয়সের শিশুরা ১টি করে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাসের শিশুরা ১টি করে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরও জানান, সারা দেশের সাথে মিল রেখে দিনব্যাপী এ উপজেলায় ১৯৩ টি কেন্দ্রে ২৬ হাজার ৬ শত ছিয়ানব্বই শিশুকে টিকা খাওয়ানো হবে। এ ক্যাম্পেইনে স্বেচ্ছা সেবি হিসাবে রয়েছেন ৩৮৮ জন। এছাড়া স্বাস্থ্য সহকারী ২১, সিএইচসিপি ২২, পরিবার কল্যান সহকারী ২৪, প্রথম সারির সুপারভাইজার ২৪, প্রথম সারির ফ্যাসিলিটেটর ১৬ জন।