শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে ভেকু (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমির মাটি কাটায় পরিবেশ ও কৃষি জমি হুমকিতে; আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ; পিরোজপুর সদর কদমতলা পোরগোলা ৯নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয় উদ্বোধন ; কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া মাহফিল; মাদারীপুরে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ; নওগাঁর আত্রাইয়ে বড়শিমলা মহিলা কলেজে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন; মোংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান; কাউখালীতে শিশুদের ঝরে পড়া রোধে স্কুল ফিডিং কর্মসূচি; টিসিবি’র পণ্য বর্তমানে অসহায় মানুষের আস্থা; আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ; বেগম খালেদা জিয়ার নামে দোয়া মাহফিল অনুষ্ঠিত; পিরোজপুরে সিও অফিসের মোড়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ: এসিল্যান্ডের নেতৃত্বে অভিযান; ঐক্যের মাধ্যমে ধানের শীষের বিজয়ের আহ্বান শেখ রেজাউল ইসলামের; দীর্ঘ নয় মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত সওজ পিরোজপুর এর উপ-সহকারী প্রকৌশলী সুমন; পিরোজপুরে হাড়কাঁপানো শীতে অসহায়দের পাশে জেলা প্রশাসন: রাতে ঘরে ঘরে পৌঁছাল কম্বল; রাজৈরে মাদারীপুর জেলা প্রশাসকের নির্বাচনী মতবিনিময় সভা; মোংলায় কোস্টগার্ড পশ্চিম জনের অভিযানে ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার ফাঁদ জব্দ; দেশের মালিকানার ন্যায্য হিস্যা বুঝে নিতে চাইলে গণভোটে অংশ নিন; অসচ্ছল জেলেদের স্বাবলম্বী করতে বকনা বাছুর বিতরণ; হারানো ২২টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার;

টি.আর বরাদ্দে দুর্নীতি: কাগজে কাজ শেষ, মাঠে রাস্তা নেই;

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের সেনপাড়া আশ্রয়ণ প্রকল্পে চলছে চরম ভোগান্তি। ২০২৩-২৪ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসূচির আওতায় সাধারণ উন্নয়ন খাতে রাস্তা সংস্কারের জন্য প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কাগজে-কলমে দেখানো হলেও বাস্তবে আশ্রয়ণ প্রকল্পে প্রবেশের মতো কোনো সড়ক নেই বললেই চলে।
সরেজমিনে দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পে যাওয়ার জন্য বাসিন্দাদের কাঁদা-জল নিচু জমির উপর ভরসা। বর্ষা মৌসুমে পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। অথচ বরাদ্দকৃত অর্থ তুলে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে- এমনটি দেখানো হয়েছে অফিসিয়াল রেকর্ডে।
স্থানীয়রা অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের সদস্য ও প্রকল্প সভাপতি আজামুদ্দীন প্রকল্প বাস্তবায়ন অফিসারকে ‘ম্যানেজ’ করে সরকারি বরাদ্দ হাতিয়ে নিয়েছেন।
আশ্রয়ণ প্রকল্পের একাধিক পরিবার বলেন—
“আমাদের আসলে কোনো রাস্তা নেই। হেঁটে চলাও কষ্টকর, বিশেষ করে বাচ্চা আর অসুস্থ মানুষ নিয়ে চলাফেরা অসম্ভব হয়ে পড়ে। রাস্তা ছাড়া আমরা যেন বন্দী হয়ে আছি।তারা আরো বলেন,আশ্রয়ণ প্রকল্পটি মেন রাস্তা থেকে একটু দূরে অন্যের জমির উপর দিয়ে আসতে হয়।জমির মালিক গণ মাঝে মধ্যে বাসের বেড়া দিয়ে ঘিরে দেয়।আমাদের রাস্তা একান্ত প্রয়োজন।
অভিযোগের বিষয়ে প্রকল্প সভাপতি আজামুদ্দীন জানান—রাস্তা সংস্কারের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু আমরা হাতে পাই মাত্র ৭৫ হাজার টাকা। সেই টাকায় কাজ করা হয়েছে।
অন্যদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুনিরুল ইসলাম বলেন—এটি আমার পূর্ববর্তী কর্মকর্তার আমলে হয়েছে। আমি বিষয়টি জানি না।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন—এটি আমার দায়িত্বকালীন সময়ে হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। এ ঘটনায় প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ মিলেছে বলে অভিযোগ এলাকাবাসীর। তারা প্রকৃত তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনা এবং প্রকল্পের জন্য একটি সুষ্ঠু রাস্তা নির্মাণের জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার