বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :
শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে তেতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস (২০২৫) পালিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা বাজারের তেতুলতলায় শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে অংশ নেন তেঁতুলিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকবৃন্দ। তেতুলিয়া উপজেলা শাখার শিক্ষক সমিতির সভাপতি ও ভিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুণ অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) এম এ আকাশ। এ সময় তেঁতুলিয়া সরকারি কলেজের শিক্ষক কাজিউল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুলার রহমান, হাইস্কুলের প্রধান শিক্ষক আজিজুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও কলেজের শিক্ষকবৃন্দ।
এসময় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দায়িত্বশীল আচরণের মাধ্যমে একজন শিক্ষক শিক্ষার্থীকে নৈতিক ও মানবিক গুণে সমৃদ্ধ আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন।#