বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে ২০২৫-২৬ অর্থ-বছরের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক ব্রয়লার ও ককরেল পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ৬ই অক্টোবর(সোমবার) বিকাল ৪ঘটিকার সময় উপজেলার সদর ইউনিয়নের বাঁশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে ৭ দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। উদ্বোধনী প্রশিক্ষণে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোল্লা।বিশেষ অতিথি যুব উন্নয়ন অধিদপ্তর পিরোজপুর জেলার সহকারী পরিচালক মোঃ মমিনুল ইসলাম বকাউল। উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন,সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ মেহেদী হাসান,মোঃ নুরুজ্জামান খোকন প্রমুখ।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০(ত্রিশ) জন বেকার যুবক ও যুব নারীর মধ্যে ৬ই অক্টোবর থেকে ১২ই অক্টোবর পর্যন্ত প্রতিদিন ২ঘন্টা করে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের যাতায়াত ভাতাসহ সনদপত্র এবং নিজেকে স্বাবলম্বী করতে সহজ শর্তে ঋণ প্রদান করা হবে বলে জানা যায়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মজিবুর রহমান।