বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
জেলা প্রতিনিধি পটুয়াখালী;
১৫ জন শিক্ষার্থীর পিছনে ১৬ জন শিক্ষক,সরকার বছরে অর্ধ কোটি টাকা ব্যয় করছেন। আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের উত্তর পুর্ব কলাগাছিয়া গ্রামে উত্তর কালামপুর হাতেমিয়া দাখিল মাদ্রাসাটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই নানা অনিয়মের মধ্যে দিয়ে চলে আসছে মাদ্রাসাটি। দীর্ঘ দিন ধরে কমিটি- শিক্ষক ও স্থানীয়দের দ্বন্ধ এবং কমিটির অযাচিত হস্তক্ষেপ ও নানা অনিয়মের কারনে মাদ্রাসায় শিক্ষার্থী কমে যাচ্ছে। ২০২৬ সালের ৩৬ দাখিল পরীক্ষার্থী অংশ নেবার কথা রয়েছে তবে বাস্তবে দুই জন দেখা গেছে শ্রেণিকক্ষে।