সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
মোঃ আইউব আলী হাওলাদার, বিশেষ প্রতিনিধি, মঠবাড়ীয়া।
পিরোজপুরের মঠবাড়ীয়ায় শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় মঠবাড়ীয়া প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কার্যালয়ের নেতা, মঠবাড়ীয়ার তরুণদের প্রেরণা ও মানবতার ফেরিওয়ালা এ. আর. মামুন খান মঠবাড়ীয়ার উন্নয়ন ভাবনা নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। সভায় সভাপতিত্ব করেন মঠবাড়ীয়া প্রেস ক্লাবের সভাপতি জামান আবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. আর. মামুন খান।
তিনি তার বক্তব্যে বলেন, “মঠবাড়ীয়ার উন্নয়নের জন্য আমার বহু পরিকল্পনা রয়েছে। আমি হৃদয়ে মঠবাড়ীয়া ধারণ করি এবং এই অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।” তিনি তার পরিকল্পনার অংশ হিসেবে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ আয়োজন, বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে একটি নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
এ. আর. মামুন খান আরও জানান, যদি তিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারেন, তাহলে মঠবাড়ীয়ার ড্রেনেজ সমস্যা, পৌর পানি সংকট, সড়ক ও কালভার্ট নির্মাণের মতো জনকল্যাণমূলক কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করবেন। এছাড়া তিনি মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। তবে যিনি ধানের শীষ প্রতীক পাবেন, তার পক্ষেই কাজ করব।”
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং নতুন, উন্নত ও সমৃদ্ধ মঠবাড়ীয়া গঠনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।