মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন
মোঃ হাসমত আলী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
গত ১৬/০৪/২০২৫ ইং তারিখ হতে ১৮/০৫/২০২৫ ইং তারিখ পর্যন্ত সিরাজগঞ্জ, এনায়েতপুর থানা মডেল ফারিয়ার রিপ্রেজেন্টেটিভ দের উদ্যোগে,সমূদ্র বিলাস ২০২৫ ইং নামে, বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণের আয়োজন করা হয়। এনায়েতপুর থানা মডেল ফারিয়ার সদস্য বৃন্দ,কেউ তাদের ফ্যামিলি,কেউ ফ্যামিলি ছাড়া,কেউ ব্যাচেলর জীবন নিয়ে, সমুদ্র বিলাস , কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে শরিক হন, উক্ত সমুদ্র বিলাস কক্সবাজার ভ্রমনে সকল সদস্যদের জন্য ছিল বাধ্যতামূলক। এই সমুদ্র বিলাস ২০২৫ ভ্রমন কে কেন্দ্র করে, এনায়েতপুর থানা মডেল ফারিয়ার সভাপতি মোঃ আব্দুল করিম বলেন, আমরা যে কর্ম করি আমাদের ছুটি ছাঁটা নাই বললেই চলে, তবুও এই ব্যস্ততার মাঝেও আমরা একটু সময় বের করে ভ্রমণের আয়োজন করি ,একটু বিনোদনের জন্য। এনায়েতপুর থানা মডেল ফারিয়ার সেক্রেটারি মোঃ মুক্তার হাসান রাতুল বলেন, মানুষের কর্ম ব্যস্ততার মাঝে একটু বিনোদন হলে, মানুষের কাজের গতি বেড়ে যায়। এনায়েতপুর থানা মডেল ফারিয়ার সকল সদস্যদের উপস্থিতিতে, উপদেষ্টা, নেতা, বেশির ভাগ সদস্যদের মতবিনিময় হয় কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণের যেমন, এনায়েতপুর থেকে বাসে যাবে ঢাকা এবং সেখান থেকে ট্রেনে যাবে কক্সবাজার,এই মতামতের ভিত্তিতে এবারের সমুদ্র বিলাস ২০২৫ ইং বনভোজন, যেমন এনায়েতপুর টু ঢাকা বাস এবং ঢাকা টু কক্সবাজার ট্রেন ।এনায়েতপুর থানা মডেল ফারিয়ার সদস্য বৃন্দ অনেকেই যায় ফ্যামিলি নিয়ে যাদের ফ্যামিলি নেই তারা নিজেরাই বুধবার সন্ধ্যায় ফারিয়ার সামনে থেকে জেনিন সার্ভিস গাড়ী করে সোজা এয়ার পোর্ট ট্রেন স্টেশন এবং সেখান থেকে ট্রেনে রাত ১১.৩০ টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেন,ফারিয়ার সদস্য বৃন্দ প্রায় ২ মাস আগে ২ বগি রিজার্ভ করেন, এবং ভ্রমণের সময় একটি বগি বেলুন দিয়ে সাজিয়ে এক আনন্দঘন পরিবেশে সবাই কক্সবাজার পৌঁছান সকাল ৭.৩০ মিনিটে।অতঃপর সবাই গন্তব্য স্থলে পৌঁছে যে যার মতো করে হোটেলে উঠে এবং সেখান থেকে সবাই সমুদ্রসৈকত কক্সবাজার আনন্দ উপভোগ করতে থাকেন,কেউ সুগন্ধা বীচ , কেউ লাবনী বীচ, আবার কেউ একটু দূরে মহেশখালী দ্বীপ, কেউবা যান হিমছড়ি ঝর্ণা ধারা বা উচ্চ পাহাড় এর স্বাদ নিতে কেউ বা যান ইনানী সমুদ্র সৈকত ভ্রমণের পিপাসা মেটাতে।