শনিবার, ০৫ Jul ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন
কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ জন মাদক কারবারীসহ ৫ জনকে গ্রেফতার করে, পিরোজপুর আদালতে প্রেরণ করেন। ১৪ জুন(শনিবার)রাতে কাউখালী থানা পুলিশের একটি বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৪ জন মাদক কারবারিসহ মোট ৫ জন অপরাধীকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৩ জন কাউখালী উপজেলার পার্শ্ববর্তী থানার বাসিন্দা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা শেষে ১৫ জুন(রবিবার) পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কাউখালী উপজেলার শিয়ালকাঠি গ্রামের, মোঃজাহাঙ্গীর হোসেনের পুত্র শহিদুল ইসলাম (২৫),নেছারাবাদ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের, বাবুল শিকদারের ছেলে বিকাশ সিকদার(২০), ঝালকাঠি রাজাপুর উপজেলার,সাতুরিয়া গ্রামের আব্দুর রব তালুকদারের ছেলে মামুন তালুকদার (৩৮), এবং একই উপজেলার নৈকাঠী গ্রামের মাহবুব হাওলাদার ছেলে শাকিল হোসেন (২৪) কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান,গ্রেফতারকৃতদের ৪ জনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলা দায়ের করে রবিবার আসামিদের পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, যে কোন অপরাধীর বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে এবং মাদক ব্যবসায়ী সহ সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।