বুধবার, ২১ মে ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি
মোংলায় মৎস্য সমবায়, কমিউনিটি কাউন্সিল এবং অন্যান্য সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থায় নেতৃত্বের ভূমিকা পালনের জন্য ‘অক্সফাম ইন বাংলাদেশ’ এর সহযোগীতায় ‘ইউরোপীয় ইউনিয়ন’ এর অর্থায়নে নারী সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) এর বাস্তবায়নে “বাগেরহাট জেলার মোংলা উপজেলার নারী মৎস্যজীবিদের সামাজিক-সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং পরিবেশগত বাধা অতিক্রম করে মৎস্য খাতে এবং বৃহত্তর সম্প্রদায়ে সমান অংশগ্রহণ, নেতৃত্ব এবং প্রতিনিধিত্ব অর্জনের জন্য ক্ষমতায়ন করুন” প্রকল্পের মাধ্যমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এ প্রকল্পের প্রতিপাদ্য ছিলো “বাগেরহাট জেলার মোংলা উপজেলার নারী মৎস্যজীবিদের সামাজিক-সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং পরিবেশগত বাধা অতিক্রম করে মৎস্য খাতে এবং বৃহত্তর সম্প্রদায়ে সমান অংশগ্রহণ, নেতৃত্ব এবং প্রতিনিধিত্ব অর্জনের জন্য ক্ষমতায়ন করুন”
এ প্রকল্পের আওতায় উপজেলার সুন্দরবন, সোনাইলতলা এবং মিঠাখালি ইউনিয়নে পরিচালিত হচ্ছে মৎস্য সমবায়, কমিউনিটি কাউন্সিল এবং অন্যান্য সিদ্ধান্ত গ্রহনকারী সংস্থাগুলিতে নেতৃত্বের ভূমিকার জন্য মহিলাদের জন্য সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ।
অনুষ্ঠানে ট্রেইনার হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেএমএসএস এর প্রোগ্রাম কোর্ডিনেটর জনাব ফয়সাল আল আজমীর এবং প্রকল্প কর্মকর্তা তুহিন আলবার্ট দাশ।