শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
শেখ সাজেদুল হক (বোরাক)
রাজৈর প্রতিনিধি;
রাজৈর উপজেলা অডিটোরিয়ামে গ্রাম আদালত প্রশিক্ষন, ১৬-১৭/১১/২০২৫ইং আজ শেষ দিন।
রাজৈর উপজেলার ১১টি ইউনিয়নের মেম্বার গনদের উপস্থিত ও দুই দিন ব্যাপি প্রশিক্ষন।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল রহমান,রাজৈর উপজেলা সহকারী ভূমি মোঃ রইচ আল রেজোয়ান, রাজৈর থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ হোসেন খান,
রাজৈর উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ বাদশা ফয়সাল। শারমিন আক্তার (সুরভি)। বক্তব্যে বলেন গ্রাম আদালত একটি স্বল খরচে বিচার কার্যালয়, স্বামি স্ত্রীকে খরচ দেয় না, বাবা ছেলে মেয়েদের খরচ দেয় না, টাকা পয়সার লেনদেনে মারামারি, গ্রাম আদালত সেই বিচার করার ক্ষমতা রাখে৷ এবং তিন লক্ষ টাকা পর্যন্ত দায়িত্ব নিতে পারবে গ্রাম আদালত । যাহা গরিব অসহায় মানুষের জন্য সুবিধা জনক। আরো ও বলেন গ্রাম আদালতের পুরাতন ব্যাকডেটেডের বিচার বাদ দিয়ে, নতুন প্রজন্মের বিচার কার্যালয় শুরু করেছেন গ্রাম আদালত। রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ হোসেন খান বলেন, ছোট ছোট কিছু বিচার আছে যা ইউনিয়নের মেম্বারা ইউনিয়ন পরিষদের কাঠগড়ায় দাড় করিয়ে বিচার কার্য শেষ করে দিতে পারে, সেই পদ্ধতি ও প্রশিক্ষনে শিখিয়ে দিয়েছেন। সর্বশেষে বলেছেন সাধারন ও গরিব অসহায় মানুষের জন্য স্বল্প খরচে সঠিক বিচারের আস্থার জায়গা গ্রাম আদালত। উপস্থিত আরও অন্যান্যরাও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।