সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
শেখ সাজেদুল হক(বোরাক)
রাজৈর প্রতিনিধি:-
সভাপতি:-মোঃ মাহফুজুল রহমান,রাজৈর উপজেলা নির্বাহী অফিসার। সারমিন আক্তার (সুরভী) কো- অডিনেটর মাদারীপুর ও রাজৈর। উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতির বিষয়ে ইউপি প্রশাসনিক। কর্মকর্তা/ সহকারী কাম কম্পিউটার অপারেটরদের (AACO) ত্রৈ-মাসিক সমন্বয় সভা। স্থান রাজৈর উপজেলা পরিষদ সভাকক্ষ। তারিখ ১৬/১০/২০২৫ খ্রিঃ। উপস্থিতির সময় সকাল ১০টা, আয়োজনে :-উপজেলা প্রশাসন,রাজৈর মাদারীপুর। বাংলাদেশ গ্রাম আদালতসক্রিয়করন ৩য় পর্যায় প্রক্লপ। স্হানীয় সরকার বিভাগ,স্হানীয় সরকার,পল্লী ইন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়।
উপস্থিত:- বাবু সাগর সাহা (পল্লী উন্নয়ন কর্মকর্তা)। জনাব আনোয়ার হোসেন (উপজেলা সমবায় কর্মকর্তা)।
মোঃ দেলোয়ার হোসেন, (উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নির্বাহী অফিস)। বাদল চন্দ্র মজুমদার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা (বাজিতপুর)।মোঃ মোস্তাফিজুর রহমান ইউপি প্রশাসনিক কর্মকর্তা (পাইকপাড়া)। আব্দুস সোবাহান ইউপি কর্মকর্তা অতিঃ দাঃ(আমগ্রাম)। আব্দুস সোবাহান ইউপি প্রশাসনিক কর্মকর্তা (বদরপাশা)। সুশান্ত সরকার ইউপি প্রশাসনিক কর্মকর্তা (ইশিবপুর)। বিদ্যুৎ হালদার ইউপি প্রশাসনিক কর্মকর্তা(কবিরাজপুর)। শেখসাহাদাত হোসেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা (কদমবাড়ি)। স্বপন কির্তনীয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা( বাজিতপুর)। উপস্থিত ছিলেন রাজৈর প্রেসক্লাবের সাধারন সম্পাদক,শেখ আসাদুল হক(সনেট) সহ অনেকেই,
আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক,বলেন গ্রাম আদালত ভালো একটা বিচার বৈঠক যেখানে গ্রামের অসহায় মহিলারা আইনি প্রক্রিয়া বিচার পায় এবং সুষ্ঠ স্বাভাবিক ভাবে। কোন কোন অসহায় মা- বোনেরা নির্যাতিত এবং অবহেলিত তারা এই গ্রাম আদালতের মাধ্যমে সঠিক পায়, কিভাবে আইনের কাজ করতে হবে সেই দিক নির্দেশনা দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেয় করেন।