শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন
মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে বিশ্ব জাকের পার্টির উদ্যোগে শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে উপজেলার নদলি বাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, বিশ্ব জাকের পার্টির আদর্শ ও চেতনা গণমানুষের কল্যাণে কাজ করার প্রেরণা জোগায়।
সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ ইসমাইল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জাকের পার্টির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (ডাবলু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মোঃ আলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মাস্টার, জেলা সদস্য ফ্রন্ট সভাপতি মাজেদুল ইসলাম ও রাণীনগর উপজেলা সভাপতি মোঃখায়রুল আলম (জুয়েল)
অনুষ্ঠানটি দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়।