বুধবার, ২১ মে ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার;
পাবনা ঈশ্বরদীতে সেতু খাতুন (২২) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মার্চ) রাত ২টার দিকে ঈশ্বরদী উপজেলাধীন পাকশী ইউনিয়নের বাঘইল পুরাতন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেতু খাতুন ওই এলাকার মামুন হোসেনের স্ত্রী।
নিহতের স্বজনরা ও এলাকাবাসীর সূত্রের জানা যায় , নিজ ঘরের বারান্দার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে মরদেহ উদ্ধার করে, পুলিশকে খবর দেওয়া হয়।
ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান , খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী ও শ্বশুর পলাতক রয়েছে।
ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তার মনিরুজ্জামান বলছে বিষয়টি তদন্ত সাপেক্ষে কি কারনে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত সহ সুষ্ঠু তদন্ত করে আসামিদেরকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।।