শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ফাজিল (স্নাতক) প্রথম বর্ষের পরীক্ষা ২০২৫ আজ রবিবার (২৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় এ পরীক্ষার জন্য একটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে—ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কামিল মাদ্রাসা।
উপজেলার বিভিন্ন ফাজিল মানের মাদ্রাসা থেকে মোট ১৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১০৩ জন এবং ছাত্রী সংখ্যা ৮৩ জন।
পরীক্ষা বেলা ১টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিটে শেষ হবে। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষার হলে প্রবেশের আগে ছাত্র-ছাত্রীদের দেহ তল্লাশি করা হয়।