বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
রাজৈর উপজেলা প্রতিনিধি;
শেখ সাজেদুল হক(বোরাক)
রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল হকের নেতৃত্বে ,মাদারীপুর জেলার মাদক নিয়ন্ত্রক (DNC) এস আই জাফর খন্দকারের সহযোগিতায় একদল চৌকস টিম মিলে রাজৈর উপজেলার গোপালগঞ্জ আদর্শ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অলিয়ার মোল্লার বাড়ি থেকে মোট ৪ জন গাঁজা সেবনকারী কে গ্রেফতার করেন এবং ২০ পিস ইয়াবা সহ ১০০ গ্রাম গাজা পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহফুজুল হকের অফিসে এনে মোবাইল কোর্টের আওতায় আনেন ।জনাব মাহফুজুল হক গাজা সেবনকারী এবং মাদক ব্যবসায়ী তিনজনকে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করেন এবং গাজা বিক্রেতা অলিয়ার মোল্লাকে নিয়মিত মামলায় দেন। গ্রেফতারকৃত চারজন হলো
অলিয়ার মোল্লা বয়স (৬০) গোপালগঞ্জ আদর্শ গ্রাম
মিঠু শেখ (২৭)পিতা ওয়াজেদ শেখ গ্রাম: গোপালগঞ্জ আদর্শ গ্রাম বক্কার বেপারী (২৭)পিতা জাহেদ আলী বেপারী গ্রাম: নরারকান্দি। রিয়াদ খান বয়স (২০) পিতা জাকির খান গ্রাম: মোল্লা কান্দি। অলিয়ার মোল্লাকে নিয়মিত মামলা দেন। মিঠু শেখকে পাঁচ মাসের সাজা দেন। বক্কার শেখকে পাঁচ মাসের সাজা দেন। রিয়াদ খানকে এক মাসের সাজা দিয়ে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করে।