বুধবার, ২১ মে ২০২৫, ১০:০০ অপরাহ্ন
মোঃ হাসমত আলী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
৩১ শে ডিসেম্বর ২০২৪ ইং, সিরাজগঞ্জ জেলা, এনায়েতপুর থানা, গোপালপুর মন্ডল পাড়া, মরহুম শওকত মন্ডলের বাড়ি তে অবস্থিত ” হযরত ওমর বিন খাত্তাব (রা) নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসা” শুভ উদ্ভোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিনের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন, আলহাজ্ব মোঃ আবু তারা মিয়া, তিনি বলেন, অতীতের মানুষ বাড়ীতে তার বাবা, দাদা, মায়ের কাছ থেকে ইলেম শিক্ষা পেতো, বর্তমানে অনেক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠার ফলে, মানুষ দ্বীন শিক্ষায় আলেম ওলামা তৈরি হচ্ছে। আপনি আধুনিক শিক্ষা গ্রহণ করে দুনিয়াতে বড় ডাক্তার, ইন্জিনিয়ার,বা বড়ো বড়ো চাকরি করছেন কিন্তু ইহার পরে যে একটা জীবন আছে সেটি হলো পরকাল,আর এই পরকালের জন্য ইসলামী দ্বীন শিক্ষার বিকল্প কোন রাস্তা নেই,তাই আসুন আমাদের সন্তানদের ইসলামী দ্বীন শিক্ষায় উদ্বুদ্ধ করি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ নুর আলম মন্ডল, তিনি বলেন, একজন মুসলমানের দ্বীন শিক্ষা ছাড়া কোন উপায় নেই।তাই আপনার ছেলে মেয়েদের কে দ্বীন শিক্ষায় উদ্বুদ্ধ করুন,
অনুষ্ঠানে হাফেজ মুহাম্মদ ইউসুফ আলী পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ হাসেন আলী মন্ডল,কোরবান মন্ডল, হাসমত আলী মন্ডল,সহ আরও গন্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী, দ্বীনি ,আলেম, ওলামা,হযরত ওমর বিন খাত্তাব (রা) নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালনা করবেন,”হাফেজ মাওলানা মোঃ আইয়ুব আলী
কোরআন, হাদিস সহ মাদ্রাসা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অপূর্ব শিক্ষা প্রতিষ্ঠান, এখানে,” নূরানী বিভাগ,” নাজেরা বিভাগ,” কিতাব বিভাগ,ও হেফজ বিভাগ চালু।