বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ের দুটি আসনে মনোনয়ন দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এতে প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি জোট ও স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে ৮ জন এবং পঞ্চগড়-২ আসনে ১১ জন প্রার্থী রয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) প্রার্থীরা রিটানিং কর্মকর্তার কাছে দাখিল করেছেন তাদের মনোয়নপত্র।
পঞ্চগড়-১ আসনে প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তবে একই জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র রাশেদ প্রধানও এই আসনে মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ নাজমুল হক প্রধান এবং লেবার পার্টির ফেরদৌস আলমসহ মোট ৮জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
অন্যদিকে, পঞ্চগড়-২ আসনে বিএনপি মনোনীত কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ ও জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোট প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান সফিঊল আলম সুফিও মনোয়নপত্র দাখিল করেছেন। একই সাথে ১১ দলীয় জোটের আরেক শরিক জাগপা’র মুখপাত্র রাশেদ প্রধানও এই আসনে মনোনয়ন দিয়েছেন।
এছাড়াও,জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও প্রয়াত সংসদ সদস্য মোজাহার হোসেনের ছেলে প্রকৌশলী মাহমুদ হোসেন সুমন এবং দেবীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা রহিমুল ইসলাম বুলবুলসহ মোট ১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান জানিয়েছেন, আগামী ৩ জানুয়ারি সকল মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হবে।