বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
নওগাঁ জেলা প্রতিনিধি;
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে নওগাঁ জেলার বদলগাছি থানার মিঠাপুর ইউনিয়নের খাদাইল বাজার এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব ডি এ পারভেজ। এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ তোফাজ্জল হোসেন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ ফকির, ডি এম আজিমুদ্দীন, মোঃ ওয়াহেদ শোনার, ডি এম কবিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “মানুষ মানুষের জন্য”—এই মূলমন্ত্রকে ধারণ করেই বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। জীবন বাঁচাতে জীবনের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। তারা সমাজের বিত্তবান ও সচেতন মহলকে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।