বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর শহরের যানজট নিরসন এবং জনসাধারণের চলাচলের পথ সুগম করতে সদর উপজেলার গুরুত্বপূর্ণ সিও অফিসের মোড় এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল – আমিন -এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
দীর্ঘদিন ধরে সিও অফিসের মোড় এবং এর আশপাশের ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে যানজট ও জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। নিয়মিত যাতায়াতে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে জেলা প্রশাসনের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়। অভিযানে বেশ কিছু অস্থায়ী দোকান, এবং ফুটপাত দখলকারী অবৈধ কাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল- আমিন বলেন – ”জনস্বার্থে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারি জায়গা দখল করে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না। সিও অফিসের মোড় একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে যানজট মুক্ত রাখা আমাদের অগ্রাধিকার। এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং যারা পুনরায় দখল করার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, সিও অফিসের মোড়ে অবৈধ দখলের কারণে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হতো। এই উচ্ছেদের ফলে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন। অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্ছেদকৃত জায়গা যেন পুনরায় দখল না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখা হবে।