মঙ্গলবার, ২২ Jul ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
মাদারীপুর প্রতিনিধিঃ
মুন্সী ফরহাদ হোসেন;
মাদারীপুর আবতাব উদ্দিন মিয়া ওয়াল্ড ফাউন্ডেশনের উদ্যোগে ও মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর সার্বিক সহযোগিতায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ৮৬ নং পশ্চিম পেয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কম্বল বিতরণের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন হাজরাপুর দরবার শরীফের পীর সাহেব আবু বকর সিদ্দিক,আবতাফ উদ্দিন মিয়া ওয়াল্ড ফাউন্ডেশনের উপদেষ্টা ফজলুর রহমান মিয়া,মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর সিনিয়র সহ-সভাপতি বাচ্চু মীর,সাধারণ সম্পাদক কামাল খানসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান এমপি বলেন মানুষ মানুষের জন্য, অসহায় মানুষদের সহযোগিতা করা একটা মহত কাজ যারা এই মহত কাজ করে আমি সব সময় তাদের সাধুবাদ জানাই।