শুক্রবার, ১৮ Jul ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
মোঃ মুরাদ প্রামাণিক
আত্রাই নওগাঁ প্রতিনিধি
আজ নওগাঁ জেলার আত্রাই উপজেলার বান্দাই খাড়া ব্রিজ এলাকায় বিরাজ করছে দারুণ মনোরম আবহাওয়া। সকাল থেকেই হালকা রোদ, ছায়াঘেরা আকাশ আর ঠাণ্ডা বাতাসে সেজে উঠেছে পুরো অঞ্চল। এমন আবহাওয়ায় আনন্দে মেতে উঠেছেন স্থানীয় বাসিন্দা ও আগত দর্শনার্থীরা। বান্দাই খাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় দুপুরের পর থেকেই মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। কেউ হেঁটে ঘুরছেন ব্রিজের ওপরে, কেউ আবার বসে প্রকৃতির শীতল বাতাস উপভোগ করছেন। অনেকেই প্রিয়জনের সঙ্গে সেলফি ও ছবি তুলে রাখছেন এই মনোরম মুহূর্তের স্মৃতি হিসেবে। স্থানীয় এক বাসিন্দা জানান,”আজকের আবহাওয়া একেবারে স্বর্গীয় মনে হচ্ছে। গরম নেই, ঠাণ্ডা বাতাস বইছে, রোদের তাপও সহনীয়। এই রকম দিনে ব্রিজের আশপাশে সময় কাটানো সত্যিই দারুণ অভিজ্ঞতা।”আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, আগামী দুই-তিন দিন বান্দাই খাড়া ব্রিজেএমন আরামদায়ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ফলে এলাকাবাসী ও পর্যটকদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ প্রকৃতির মাঝে সময় কাটানোর। বান্দাই খাড়া ব্রিজ এখন শুধু যোগাযোগের একটি মাধ্যম নয়, বরং হয়ে উঠেছে স্থানীয়দের অবসর কাটানোর অন্যতম একটি প্রিয় স্থান।