মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আত্রাই উপজেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় আত্রাই উপজেলা শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও র্যালিতে নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলামের সার্বিক সহযোগিতা ছিল।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, বীর শহীদদের আত্মত্যাগ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি র্যালি বের করা হয়। র্যালিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।