শনিবার, ০৫ Jul ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
মোঃ হাসমত আলী ( বাবু)
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার, এনায়েতপুর থানার, মন্ডল পাড়া গ্রামে ঐতিহ্যবাহী, ঐতিহাসিক, লাঠি বারি খেলাধুলার আয়োজন করে এনায়েতপুর মন্ডল পাড়া গ্রামের জনৈক কিছু ব্যাক্তি। ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, এনায়েতপুর মন্ডল পাড়ার কৃতিসন্তান, বিশিষ্ট সমাজ সেবক, মোঃ নূর আলম মন্ডল,আর এই খেলায় সার্বিক সহযোগিতা প্রদান করেন সাবেক লাঠি খেলার গুরু মোঃ জহুউদ্দীন ব্যাপারি, এই লাঠি খেলায় সবচেয়ে বেশি আকর্ষণ ছিল পিতা এবং পুত্রের খেলা,জহুউদ্দীন এর ছেলে রেজাউল, রেজাউল এর ছেলে জুয়েল ( ১১)
পবিত্র ঈদুল আযহা’র পরবর্তী সময়ে ঐতিহাসিক একটু বিনোদন দেবার জন্য এই লাঠি খেলার আয়োজন করা হয়, এটি আসলে বাংলাদেশের একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী খেলা , মানুষ যে সমস্ত খেলাতে বেশি আনন্দ উপভোগ করতো লাঠি খেলা এদের মধ্যে অন্যতম খেলা। এই লাঠি খেলাকে কেন্দ্র করে এনায়েতপুর মন্ডল পাড়া যেন এক আনন্দঘন পরিবেশে সৃষ্টি হয়, খেলা দেখতে অনেক দূর দুর্দান্ত থেকে অনেক দর্শকের আগমন ঘটে, বিশেষ করে অনেক নারী দর্শক এর উপস্থিতি দেখা যায় আসলে লাঠি খেলার অনুষ্ঠানে এতো নারী দর্শনার্থীদের দেখা যায় নি, নতুন প্রজন্মের কাছে এটি ছিল খুবই আনন্দদায়ক। লাঠি খেলায় বিভিন্ন ধরনের খেলা হয়ে থাকে কিন্তু বর্তমানে অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়দের খুব ই অভাব,অতিতে যারা লাঠি খেলতো তাদের মধ্যে অনেকেই হারিয়ে গেছে, কিউবা বয়েসের কারণে খেলতে পারছে না সেই জন্যই আমরা আর অনেক আইটেমর খেলা দেখতে পারছি না। সর্বাধিক গুরুত্ব দিয়ে এই লাঠি খেলার ঐতিহ্যকে ধরে রাখতে হলে মুরুব্বিদের কাছ থেকে এই প্রজন্ম কে শিখতে হবে তা না হলে আমরা এই ঐতিহাসিক ঐতিহ্যবাহী লাঠি বারি খেলাকে হারিয়ে ফেলবো। দেখলাম এনায়েতপুর মন্ডল পাড়ার মানুষের মাঝে এই লাঠি খেলার জন্য খুব ই আগ্রহ বিরাজমান, কারণ তাদের রক্তে মিশে আছে এই লাঠি খেলার গৌরব।