বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)
বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ উপলক্ষে,৭ জানুয়ারি বুধবার,কাউখালী উপজেলা সভাকক্ষে,পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল হান্নান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, প্রদীপ কুমার হালদার। ৩নং সদর চেয়ারম্যান মো: মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন,মোঃ মিজানুর রহমান, প্রধান শিক্ষক কেউন্দিয়া বালিকা বিদ্যালয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ক্রীড়াবিদ, শিক্ষক,অভিভাবক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের শৃঙ্খলা,নেতৃত্বগুণ ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে।
দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সমাপনী পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজন করে- বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কাউখালী,পিরোজপুর।